Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ফ্রিল্যান্সার (Freelancer) কী?


যেকোনো পেশায় এমন কিছু মানুষ থাকেন যাঁরা কোনো প্রতিষ্ঠানের বেতনভুক কর্মচারী না হয়ে স্বাধীনভাবে কাজ করেন। এমন নয় যে তাঁরা নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করেন। অনেকেই অন্যদের হয়েও কাজ করেন, কিন্তু সেই সম্পর্কটা হয় ওই কাজটুকুর নিরিখে।

এর ভালো দিক হল:

১. মানুষটি স্বাধীন থাকেন। তিনি ঠিক করতে পারেন তিনি কী করবেন, কতদিন করবেন, কীভাবে করবেন, ইত্যাদি।

২. তেমন দক্ষতা থাকলে তিনি প্রতিষ্ঠানের বেতনের চেয়ে অনেক বেশি রোজগার করতে পারেন।

এর খারাপ দিক হল:

১. একটা সময়, যখন দক্ষতা কমতে থাকে, তখন আর্থিক নিরাপত্তা বলতে কিছু থাকে না। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে পেনশন ইত্যাদি ছাড়াও অন্য কোনো পদে চলে যাওয়ার সুযোগ থাকে।

২. কর্মসূত্রে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে শত্রুতা হলে মানুষটিকে বাঁচানোর মতো কোনো বলয় থাকে না।

Post a Comment

0 Comments